ছোট পর্দার আলোচিত তারকা অভিনেতা এফ এস নাঈম। ওটিটির কল্যাণে যে কজন শিল্পীর পুনর্জন্ম হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় উদাহরণ তিনি। দুর্দান্ত অভিনয়গুণে সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছেন। তাঁর কাজের পরিধি বাড়ছে। তাঁর সঙ্গে কথোপকথনে- পান্থ আফজাল
শুটিংয়ে আছেন নাকি?
না, জিমে ঢুকছি। এটাই তো আমার লাইফ। এটিতে কোনো গ্যাপ নেই যদি সুস্থ থাকি।
নতুন কাজের প্ল্যান...
আসলে এ বছর বেশি কাজ করার প্ল্যান নেই। আই নিড অ্যা ব্রেক। ‘কালপুরুষ’-এর মতো একটা কাজ করার পর একটু সময় নেওয়ার দরকার মনে করছি। এ কাজটি করতে গিয়ে প্রায় ৪০-৪৫ কেজি ওয়েট গেইন করেছিলাম। এরপর অনেক চেষ্টায় ওজন ৩০ কেজি কমিয়েছি। এখন এ বছর ছবিগুলো রিলিজের অপেক্ষায় রয়েছি।
যতদূর শুনেছি, অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ রিলিজ পাচ্ছে। সত্য কি?
আমিও তেমনটাই শুনেছি। তিন দিন আগে শুনলাম যে, ১৪ তারিখ রিলিজ দেওয়ার প্ল্যান হচ্ছে। আমি শকড! কিছুই তো জানি না। প্রমোশনাল প্ল্যান কী, কীভাবে কী হবে! আমি মনে করি, একটি ছবি রিলিজ দিতে মাসখানেক সময় হাতে রাখতে হয়। তাহলে ঠিকঠাক প্ল্যান করা যায়। তবে ‘জলে জ্বলে তারা’তে আমার চরিত্রটা একটু অন্যরকম। সবাই আমার থেকে যেমনটা চায়, ঠিক সেরকম। আর এখানে যারা রয়েছেন সবাই অভিনয় করা মানুষ। ফলে অসম্ভব একটা ভালো কাজ হয়েছে। আগে ‘কারাগার’, ‘মিশন হান্টডাউন’, ‘ওভারট্রাম্প’ আর ‘কালপুরুষ’-এর মতো কাজে যেমন ভিন্ন চরিত্র করেছি, তার থেকে ৩০০ পার্সেন্ট আলাদা চরিত্র এটিতে। মানুষ দেখলে আমারও শান্তি লাগবে; যেখানে পাভেল ভাই, মিথিলা, বাবু ভাই ও শাহেদ আলী ভাইয়ের মতো ভালো অভিনয়শিল্পী রয়েছে।
ছবিতে কী গান আছে?
হুমম। কণা-ইমরানের কণ্ঠে অসম্ভব সুন্দর একটি গান রয়েছে। গানের কথা ও সুর চমৎকার। গানটি মানুষ খুবই পছন্দ করবে।
আর প্রসূন রহমানের চলচ্চিত্র ‘শেকড়’?
ছবিটির কাজ শেষ। এটি একটি ওয়েল অর্গানাইজড ছবি। এটি বেশকিছু ফেস্টিভ্যাল শেষ করে বাংলাদেশের প্রেক্ষাগৃহে রিলিজের প্ল্যান শুনেছি। একটু সময় লাগবে, তবে খুব বেশি দেরিও নয়। সবাই খুব যত্নের সঙ্গে কাজটি করছে। আশা করছি ভালো একটি কাজ সবার জন্য অপেক্ষা করছে।
ওটিটিতে নতুন প্রজেক্ট করেছেন?
একটি প্রজেক্ট শেষ করলাম। সেটাও এক মাস ২০ দিন আগে। এটি হয়তো কোরবানি ঈদে রিলিজ পাবে। তবে এখন এটির নাম, ডিরেক্টর বা প্ল্যাটফরমের নাম বলতে চাচ্ছি না। নিষেধ আছে। পরে জানতে পারবেন।
গানের কী খবর?
গান চলছে ফাটাফাটি! এবার যে গানটি করেছি সেটাও সবার পছন্দ হবে। গানের নাম ‘ভালোবাসার ঘর’। ভ্যালেনটাইনস ডেতে স্পটিফাইতে রিলিজের প্ল্যান ছিল। কিন্তু যেহেতু ছবি রিলিজ পাচ্ছে ওই দিনে, তাই পরে রিলিজ দিতে চাই। আমি খুবই আপ্লুত যে, আস্তে আস্তে আমার গাওয়া গানগুলো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সবাই শুনছে, ভালো বলছে। এর আগে তো তিনটি গান করেছিলাম-‘তোমাকে’, ‘আমার তুমি’ আর ‘মায়া’। এবারের গানটি রোজার পরে প্রকাশ করব।