ভালোবাসা দিবসে মিথিলা বড়পর্দায় আসছেন। মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’। এতে তাঁর বিপরীতে আছেন নাঈম। অরুণ চৌধুরী পরিচালিত সিনেমাটিতে তিন বছর আগে নাম লেখান তাঁরা। ২০২০-২১ অর্থবছরে সিনেমাটি অনুদান পায়। করোনার মধ্যেই ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হয়। মাত্র তিন সপ্তাহেই সিনেমাটির শুটিং শেষ হয়। সব কাজ শেষ করে পরে একাধিকবার তারিখ ঠিক করেও সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। গত বছরও সিনেমা মুক্তির তালিকায় ছিল; কিন্তু জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আর মুক্তি দেননি পরিচালক।
এখন ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি দিতে চান পরিচালক। নির্মাতা অরুণ চৌধুরী বলেন, ‘এটা রোমান্টিক গল্প। যে কারণে ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি দেওয়ার কথা ভেবেছি। ১৪ ফেব্রুয়ারি রিলিজ ডেটও নিয়েছি। তিনি আরও বলেন, ‘প্রথমবার পর্দায় দর্শক নাঈম-মিথিলার রসায়ন দেখবে।