বলিউডের নবাব সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় আতঙ্কে রয়েছে মুম্বাই শহর। এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তারকারা। তবে সাইফকে নিয়ে অভিনেত্রী উর্বশী রাউতেলা যে মন্তব্য করেছেন তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেক নেটিজেন বেশ কটাক্ষ করেছেন তাঁকে। এ ঘটনায় উর্বশী রাউতেলা বলেছেন, ‘কী উত্তর দিচ্ছি, সেটা নিয়ে সত্যিই আমার আরও সতর্ক থাকা উচিত ছিল। আমাকে এটা মেনে নিতেই হবে। আমার আরও ভেবেচিন্তে উত্তর দেওয়া উচিত ছিল। তার ওপর সকাল ৪টার ঘটনা নিয়ে সকাল ৮টার সময় আমাকে প্রশ্ন করা হয়। আমি সেভাবে কিছুই জানতাম না।’