ভালোবাসা দিবসে নতুন একটি গান নিয়ে আসছেন সংগীতশিল্পী ইমরান। ‘মন বুঝলি না’ গানটির কম্পোজিশন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানের কথা লিখেছেন আবদার রহমান। ফুয়াদের সঙ্গে যৌথভাবে আছেন সঞ্জয়। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। গানটিতে মডেল হিসেবে আছেন সুমনা। গানটি ইমরানের নিজস্ব চ্যানেলে আসছে ভালোবাসা দিবসে। গানটি নিয়ে ইমরান বলেন, ‘মন বুঝলি না’ অনেক পছন্দের একটি গান। অনেকদিন পর ফুয়াদ ভাইয়ের সঙ্গে কলাবোরেশন হলো। এটা তাঁর সঙ্গে আমার দ্বিতীয় কাজ। গত বছর প্রকাশ হয়েছে ইমরান-পড়শীর ‘কথা একটাই’।