এবার সিনেমার জয়া আহসানকে দেখা যাবে একটি চমৎকার ভিজ্যুয়াল স্টোরিতে। সঙ্গে রয়েছেন সংগীতাঙ্গনের দুই শিল্পী প্রীতম হাসান ও এলিটা করিম। বোঝাই যাচ্ছে, তিনজনে মিলে অসাধারণ কিছুই হতে চলেছে। সম্প্রতি প্রীতম হাসান ও জয়া আহসান তাদের ফেসবুকে একই ছবি পোস্ট করেছেন। প্রথমেই পোস্টের ক্যাপশনে একটু টুইস্ট রেখে এই সংগীতশিল্পী লিখেছেন, ‘এই মাসের শেষের দিকে আসতে যাচ্ছে নতুন কিছু। কয়েকটি দিন এলিটা করিম ও জয়া আহসানের সঙ্গে খুব রোমাঞ্চকর সময় কাটবে।’ সেই একই ছবি পরের দিন জয়া আহসান পোস্ট করে লেখেন ‘খুবই রোমাঞ্চ অনুভব করব প্রীতম ও এলিটার সঙ্গে কাজ করতে। আশা করি খুব দ্রুতই চমকপ্রদ একটি সিনেমা (ভিজ্যুয়াল স্টোরি) আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব যেটি পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।’ এ বিষয়ে জয়া আহসানের সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের কথা হলে বলেন, ‘এটি সিনেমা নয়, আবার নয় মিউজিক ভিডিও। এটিকে বলা যায়, একটি ভিজ্যুয়াল স্টোরি। চমৎকার একটি কাজ হয়েছে। সবার ভালো লাগবে।’ এ মুহূর্তে জয়া আহসান আশফাক নিপুণের ‘জিম্মি’ ওয়েব সিরিজের শুটিং করছেন।