ঢাকাই ফিল্মের অন্যতম ড্যাশিং হিরো নিরব। এখন ব্যস্ততা বেড়েছে তাঁর। সিনেমা ছাড়াও বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর বাইরে করছেন বিভিন্ন শো। এদিকে নতুন একটি সুখবর নিয়ে সামনে এলেন নিরব। তিনি সামছুল হুদার ‘গোলাপ’ ছবিতে কাজ করেছেন। এর গল্প, সংলাপ, চিত্রনাট্য করেছেন অনিক বিশ্বাস। সম্প্রতি এর ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। চলচ্চিত্রটি নিয়ে পরিচালক বলেন, ‘সিনেমা বানানোর স্বপ্ন ছিল। অবশেষে সেটাও পূরণ হতে যাচ্ছে। একদম পরিপক্ব হয়ে তবেই সিনেমার জন্য নেমেছি।’ ছবিটি নিয়ে চিত্রনায়ক নিরব বলেন, ‘সিনেমাটি সম্পর্কে তেমন কিছু বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, সাসপেন্স থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে এটি। ভালো লাগবে সবার।’ জানা গেছে, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা, সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ণ হবে। ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক।