‘আদিবাসী’ ইস্যুতে রক্ত ঝরেছে রাজধানীর বুকে। এই রক্তপাত দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের অন্যতম অভিনেত্রী জয়া আহসান। তিনি এ ঘটনার বিপরীতে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন, ‘আমাদের ইমান’ নিয়ে।
সে ঘটনার প্রতিবাদে জয়া আহসান বলেন, ‘আদিবাসী’ নাগরিকদের রক্তে ঢাকার রাস্তা যেভাবে রক্তাক্ত করা হলো, সেটা মর্মান্তিক। এই রক্ত বৈষম্যবিরোধী আন্দোলনের জখম-আত্মা থেকেই বের হলো। কারণ বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে আদিবাসীরাও শরিক হয়েছিল।’
ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় অভিনেত্রী আরও বলেন, ‘একদিকে আমরা সংবিধানের বৈষম্য দূর করতে চাচ্ছি, অন্যদিকে সংবিধানের দোহাই দিয়ে আদিবাসীদের ওপর হামলা করছি। আমাদের ইমান ঠিক আছে তো?
এ দেশ থেকে সব ধরনের বৈষম্য দূর হোক।’ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সব সময় মানবিক বিষয়ে সচেতন থাকেন এবং এ ক্ষেত্রে ব্যত্যয় ঘটলে সোচ্চার হন।