সাইফ আলী খানের ওপর হামলার দুই দিন আগেই শাহরুখ খানের মান্নাতে যায় দুষ্কৃতকারী! পুলিশি তদন্তে এমন বিস্ফোরক তথ্য বেরিয়ে এসেছে। বাড়ির অন্দরে প্রবেশ না করলেও বাইরে থেকে চারপাশ দেখে এসেছিল সেই ব্যক্তি। মনে করা হচ্ছে, সাইফের হামলাকারীই মান্নাতের আশপাশ রেকি করতে পৌঁছেছিল। বিষয়টি খতিয়ে দেখতে শাহরুখের বাড়িতেও মুম্বাই পুলিশের একটি দল পৌঁছায়। জানা যাচ্ছে, ঘটনার দুই দিন আগেই মান্ন্নাতের সামনে এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।
সে ছয় থেকে আট ফুটের একটি লোহার মই বেয়ে মান্নাতে প্রবেশ করার চেষ্টাও করে। বলিউডের অভিনেতা খানরা যেন বেশির ভাগ ক্ষেত্রে হত্যাচেষ্টা বা হুমকির মুখোমুখি হন। এর আগে সালমান খানের ওপর হামলা হয়েছিল। তাঁকে হত্যার চেষ্টা এখনো থেমে থাকেনি।