ক্লোজআপ ওয়ানখ্যাত সংগীতশিল্পী নিশিতা বড়ুয়া। তিনি রেডিও জকি হিসেবেও কাজ করেন। বর্তমানে বিজ্ঞাপনের জিঙ্গেল, স্টেজ পারফরমেন্স, সিনেমাতে প্লেব্যাকসহ নিয়মিত নতুন গানে ব্যস্ত। তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন- পান্থ আফজাল
কেমন যাচ্ছে দিনকাল?
ভালোই যাচ্ছে। অনেক ভালো আছি, সুস্থ আছি। দর্শকের কাছে দ্বিগুণ ভালোবাসা পেতে চাই।
নতুন বছর এলো। প্রত্যাশা কী?
নতুন যেকোনো কিছু সবসময় সুন্দর। নতুন জামা, নতুন জুতো, নতুন কিছু শেখা, নতুন জায়গা দেখা ঠিক সেরকম নতুন বছর। সবই একসময় পুরনো হয়। ভালো লাগা, যত্ন, আদর কমে যায় নিজের অজান্তে। পুরনো যেকোনো কিছু ভালো খারাপ মিলে অনেক আনন্দ-বেদনা দিয়েছে নিশ্চয়ই।
এখন গান নিয়ে ব্যস্ততা কেমন?
মোটামুটি ব্যস্ততা আছে। বেশ কিছু গানের কাজ চলছে। তবে রিলিজ হওয়ার আগে এখনই এটি নিয়ে বিস্তারিত বলতে চাচ্ছি না। আমি মনে করি, ঈশ্বরের কৃপায় আমার যেরকম গানের পথচলাটা চলছে, খুবই সন্তুষ্ট আমি। সবসময় এরকমই থাকতে চাই। সবার দোয়া ও শুভ কামনা থাকলে এভাবেই এগোতে থাকবে।
‘ফেট ফুরেদ্দে তোঁয়াল্যাই’-এর পর নতুন কোন সিনেমায় প্লেব্যাক করছেন?
‘ফেট ফুরেদ্দে তোঁয়াল্যাই’ গানটি ‘মেইড ইন চিটাগং’ চলচ্চিত্রের। পার্থদার সঙ্গে গেয়েছিলাম। গানটি নিয়ে অনেক সাড়া পেয়েছি। এরপর নতুন কয়েকটি প্লেব্যাক করেছি। সেগুলো মুক্তির অপেক্ষায়।
এ সময়ে দ্বৈত গান বেশি না কম হচ্ছে?
হচ্ছে তো। আসলে যেকোনো রোমান্টিক সংয়ে সবাই আশা করে ডুয়েট গানের। তাই প্রচুর ডুয়েট গান হচ্ছে। আমার তো অনেক দ্বৈত গান করা হয়। শুধু রেকর্ডিংয়ের সেশনে হয় তা নয়, বিভিন্ন সময়ে মঞ্চেও আমি বিভিন্ন শিল্পীর সঙ্গে ডুয়েট গান করি। ডুয়েট গান এখন তো অনেক জনপ্রিয়ও হচ্ছে।
ট্যালেন্ট শো থেকে আসার পর অনেক শিল্পী হারিয়ে গেছে। কী মনে হয়?
দেখুন, আমি নিজেও একটা ট্যালেন্ট সার্চ কম্পিটিশন থেকে এসেছি। আমি যেহেতু হারিয়ে যাইনি, তাই আমার মনে হয় আমার মতো চেষ্টা করে যদি থাকে তাহলে খুব সহজেই হারানো সম্ভব হবে না। চেষ্টা চালিয়ে যেতে হবে সবাইকে।
নিজের কোনো পরিবর্তন চোখে পড়েছে?
ওইরকম কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। যেরকম ছিলাম, এখনো সেরকমই আছি...হাহাহা। আমার পথচলাটা অনেক স্থির গতিতে চলতে থাকে।
বেশ কিছু দিন দেশের বাইরে ছিলেন মনে হলো...
ঘুরতে আমার অনেক পছন্দ। ডিসেম্বরে লন্ডনে ছিলাম। ক্রিসমাস, নতুন বছর পালন করলাম। নভেম্বরে স্কটল্যান্ডে ঘুরলাম। আসলে জীবন অনেক সুন্দর, যদি সুন্দর রাখা যায়।
এরকম কোনো ইচ্ছা রয়েছে যা এখনো পূরণ হয়নি?
এখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া হয়নি।