সম্প্রতি ভয়েস আর্টিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভাব) এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশে বাংলা ভাষাসহ অন্যান্য ভাষায় ডাবিংকৃত ও ভয়েস কনটেন্ট নির্মাণের ক্ষেত্রে শিল্পী-কলাকুশলী হিসেবে যুক্ত কণ্ঠাভিনয়ের সঙ্গে যুক্তদের স্বার্থ ও ন্যায্য মর্যাদাপ্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এদিকে সেদিন দুই বছরের জন্য কামরুল হাসানকে সভাপতি ও শাহরিয়ার রানা জুয়েলকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করা হয়। অন্যরা হলেন- শেকানুল শাহী, এ কে আজাদ সেতু, সঞ্জয় গোস্বামী, ইন্দ্রাণী ঘটক, সাইদ সুমন, শ্যামাঙ্গিনী শ্যামা, উজ্জল মিয়া, মশিউর দিপু, আতিকুর রহমান, শেউঁতি শাহগুফতা, অনন্যা গোস্বামী।