বিশ্বখ্যাত সংগীতশিল্পী, সংগীত পরিচালক ও প্রযোজক এ আর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। সোনু বলেন, এ আর রহমান এমন একটা মানুষ, যিনি সম্পর্ক বানান না বা সম্পর্ক তৈরিতেও কোনো রকম আগ্রহও থাকে না। সবার সঙ্গে খুব কম কথাবার্তা বলেন। অন্তত যখন আমি তাঁর সঙ্গে কথা বলেছি তারপর এমনটাই মনে হয়েছে। তিনি আরও বলেন, হয়তো রহমানের আলাদা পরিচিত মহল রয়েছে। রহমান একেবারেই মিশুকে নয়। কাজ ছাড়া কিছু বোঝেন না। কোনো গসিপ নেই। রহমান এমনই, উনি নিজেও চান না তাঁর ব্যক্তিগত বিষয়ে কেউ কিছু জানুক। সারাক্ষণ নিজের মতো থাকেন, তিনি খুবই অদ্ভুত। এ আর রহমান হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলেও ২০ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাঁর পূর্ব নাম ছিল এ এস দিলীপ কুমার। পিতার মৃত্যুর পর তাঁর পরিবার কঠিন সময় অতিবাহিত করছিল। ১৯৮৮ সালে তিনি ও তাঁর পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন।