গত বছর জুন মাসে মুম্বাইয়ে শুরু হয় ‘সিকান্দার’ ছবির শুটিং। কিছু অংশের শুটিং ইতোমধ্যে হায়দরাবাদে সেরেছেন সালমান খান, রাশ্মিকা মান্দানা। কিন্তু শুটিং শুরুর পরই অসুস্থ হয়ে পড়েন রাশ্মিকা। বন্ধ হয় ছবির কাজ। এবার নতুন করে শুরু হলে রাশ্মিকার কারণে ফের বন্ধ শুটিং। শোনা যাচ্ছে জিম করার সময় আচমকা পড়ে যান রাশ্মিকা। চোট লেগেছে অভিনেত্রীর। যার ফলে আপাতত কয়েকদিন বিরতি নিতে চান তিনি। দিন কয়েক বিশ্রাম নিয়ে তারপর শেষ পর্বের শুটিং করবেন রাশ্মিকা।