বিয়ে নিয়ে আলোচনার মধ্যে ভক্তদের জন্য নতুন গান নিয়ে আসছেন তাহসান। ‘একা ঘর আমার’ শিরোনামে গানটি গাওয়ার পাশাপাশি এটি লেখা ও সুর করেছেন তিনি। গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘একা ঘর আমার’ শিরোনামে গানটি গাওয়ার পাশাপাশি লিখেছেন ও সুর বেঁধেছেন তাহসান নিজে। দ্বৈত গানে তাহসানের সঙ্গে গেয়েছেন সিঁথি সাহা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ইউটিউবে অনুপম মিউজিক চ্যানেলে প্রকাশিত হবে।