মোশাররফ করিম ও লাক্স তারকা নাজিয়া হক অর্ষা কাজ করলেন ‘টেনশন’ নামের একটি নাটকে। এটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফার নিয়াজ মাহবুব। নাটকটি রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন স্বর্ণলতা দেবনাথ। পরিচালক নিয়াজ মাহবুব জানান, ‘টেনশন’ নাটকটি ‘বিঞ্জ’ এর পর্দায় শিগগিরই প্রচার হবে। নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘টেনশন বেশ ভালো একটা গল্প, একেবারেই অন্যরকম। গড়পড়তা অনেক গল্পে কাজ করে যেতে হয়। তার মধ্য থেকে হঠাৎ করেই এ গল্পটা একেবারেই আলাদা। মানে অহেতুক টেনশনের মধ্যে একটি লোকের জড়িয়ে যাওয়া। যার জন্য তার নিজের কোনো দায় নেই। কিন্তু সেই দায় তার নিজের ঘাড়ের ওপর এসে পড়ে। সেই দায় থেকে বের হওয়ার গল্প হচ্ছে টেনশন। আশা করি এ কাজটিও সবার ভালো লাগবে।’