অভিনেত্রী অঞ্জনার মৃত্যুতে ব্যথিত হয়েছেন নায়িকা শাবনূর। তাঁকে ভীষণ পছন্দ করতেন অঞ্জনা। কিছুদিন আগেও শাবনূরের জন্মদিনে অঞ্জনা তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছিলেন। এতে শাবনূরকে শিশিরস্নাত নায়িকা বলে অভিহিত করেছিলেন। সেই স্মৃতির কথা উল্লেখ করে শাবনূর অঞ্জনার মৃত্যুর খবর জেনে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন- ‘আমার অগ্রজ সহকর্মী, জনপ্রিয় চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী শ্রদ্ধেয় অঞ্জনা রহমান আর আমাদের মাঝে নেই। এইতো মাত্র দুই সপ্তাহ আগে আমার জন্মদিনে, আমাদের দুজনের একসঙ্গে তোলা কিছু ছবি দিয়ে উইশ করে তিনি তাঁর ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন- শুভ জন্মদিন, আমাদের বাংলা চলচ্চিত্রের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত, শীর্ষস্থানীয় এক মহাতারকা আশি দশকের পর সিনেপ্রেমী দর্শকদের মাঝে যখন একঘেয়েমি বিষণ্নতা ভর করেছিল, তখন যে কয়েকজন লাস্যময়ী সুন্দরী জননন্দিত নায়িকার আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে শাবনূর শিশিরস্নাত অনন্য একজন।’