আগে অভিনয় করেছেন চলচ্চিত্র ও নাটকে। এবার নিজেই নাটক প্রযোজনা করতে যাচ্ছেন সংগীতশিল্পী পড়শী। চলছে গল্প লেখার কাজ। এটি পরিচালনা করবেন মহিদুল মহিম। পড়শী বলেন, চলতি বছর থেকে নিয়মিত নাটক প্রযোজনাসহ আমার ইউটিউব চ্যানেলেই প্রকাশ করব। আশা করছি, ভক্তদের দারুণ সব নাটক উপহার দিতে পারব। নাটকগুলোর তত্ত্বাবধানে থাকবেন পড়শীর ভাই স্বাক্ষর। তিনি বলেন, পড়শী যখন নিজে নাটকগুলো প্রযোজনা করবে তখন গল্প থেকে শুরু করে পরিচালক, সহশিল্পী সবই নিজের পছন্দ অনুযায়ী নিতে পারবে।