নন্দিত সংগীতশিল্পী ফাহমিদা নবী। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। লুকোচুরি লুকোচুরি গল্পে মাতিয়েছেন ভক্তদের। প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এদিকে বেশ লম্বা সময় যুক্তরাষ্ট্রে থেকে গত ৩১ ডিসেম্বর দেশে ফিরেছেন তিনি। সেখানে বেশ কয়েকটি শোতে গাওয়ার পাশাপাশি ঘোরাঘুরি করে দারুণ সময় কাটিয়েছেন। সেখানকার কিছু মুহূর্ত ফেসবুক ভক্তদের সঙ্গে ভাগাভাগিও করেছেন। এদিকে গতকাল এ তারকার জন্মদিনে এসেছে নতুন গান। তিনি বলেন, ‘‘আমি ভক্তদের নতুন কোনো গান উপহার দিয়েই ভালোবাসার মূল্য দিতে চেষ্টা করি। এবারও এলো নতুন একটি গানের ভিডিও। গানটির নাম ‘কাছের মানুষ’। এটি লিখেছেন ইলা মজি, সুর করেছি আমি নিজেই। সংগীতায়োজন করেছেন সজীব দাস, মিউজিক ভিডিও করেছেন আশিক মাহমুদ। প্রেমময় আবেশের গানটি আমার ভক্ত অনুরাগীদের ভালো লাগবে বলে বিশ্বাস করি।’’