আকাশ থেকে একটা মেঘ ধরো! এই পরীক্ষা তোমাদের জন্য সত্যিকারের মেঘ তৈরি করতে শেখাবে- তাও একটি বোতলের মধ্যে। এর জন্য যা যা লাগবে তা হলো- গরম পানি, দিয়াশলাই, একটি কাঁচের জার, একটি টর্চলাইট এবং একটি বেলুন।
এ পরীক্ষায় তোমরা শিখবে- বাষ্পীভবন সম্পর্কে এবং আমাদের পরিবেশে জলচক্র অন্বেষণও করতে পারবে।
ধাপসমূহ :
১. কাঁচের বোতলের জারটির অর্ধেক পূর্ণ না হওয়া পর্যন্ত গরম পানি ঢাল।
২. একটি দিয়াশলাই জ্বালাও এবং কয়েক সেকেন্ডের জন্য ধোঁয়া জারটির ভিতরে প্রবেশ করতে দাও। পরে দ্রুত সরিয়ে ফেল।
৩. দ্রুত কাঁচের বোতলের জারটির মুখ একটি কাটা বেলুন দিয়ে ঢেকে দাও।
৪. আলতো করে বেলুনটি ধাক্কা দিন (নিশ্চিত কর যেন এটি খুলে না যায়!)। দেখবে জারের ভিতরের বায়ুচাপ পরিবর্তন হচ্ছে।
৫. ধীরে ধীরে মেঘ তৈরি হতে দেখ। এটি আরও স্পষ্টভাবে দেখার জন্য জারে একটি টর্চলাইট জ্বালাও।
♦ বিষয় : পরিবেশ বিজ্ঞান
♦ মূল ধারণা : জলচক্র, এবং পদার্থের অবস্থা
♦ আনুমানিক সময় লাগবে : অন্তত ২০ মিনিট
♦ বয়সের স্তর : ৪-৫ বছর।