জন্ম আমার এই দেশেতে
লাল সবুজের বুকে,
সবুজ ঘেরা মায়ের আঁচল
থাকি অনেক সুখে।
মায়ের কাছে রোজ নিশীতে
বাংলা বর্ণ শিখি,
তাই জেনেছি বইয়ের ভাষা
খাতার পৃষ্ঠে লিখি।
ফুল কলিরা পাপড়ি মেলে
ছড়ার বইয়ে ছবি,
পুব আকাশে দেয় ছড়িয়ে
আলো মেখে রবি।
বাংলা ভাষার নেই তুলনা
সারা বিশ্বের মাঝে,
মন জুড়ানো কথাগুলো
ফুটে মেঘের সাঁঝে।