নারায়নগঞ্জের রূপগঞ্জে গোপন মিটিং চলাকালে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৪ জনকে প্রেপ্তার করছে রূপগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার দুুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া এলাকায় হোম টাউন সিটির ভেতর থেকে তাদের প্রেপ্তার করা হয়।
প্রেপ্তাররা হলেন, মো. আমির হোসেন (৪৫), মো. গাফফার মোল্যা (৩৮), মো. রিফাত আহম্মদ আমি (২৩) ও মো. সিরাজ মিয়া। গ্রেপ্তারদের মধ্যে আমির হোসেন ভোলাবো ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি, মো. গাফফার মোল্যা ভোলাবো ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। মো. রিফাত আহম্মদ আমি তারাবো পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং মো. সিরাজ মিয়া ভূলতা ইউনিয়ন শ্রমিকলীগের সক্রিয় সদস্য।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘গোপন মিটিং চলাকালে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৪ জনকে প্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আর একজনের বিরুদ্ধে যাচাই-বাছাই করা হচ্ছে।’
বিডি-প্রতিদিন/আশফাক