গাইবান্ধার গোবিন্দগঞ্জে রবিবার সকালে নাকাই ইউনিয়নের শীতলগ্রামের বাগুরার বিল থেকে ৩৪ বছর বয়সী ব্যবসায়ী নজরুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা লাশটি দেখতে পান এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত নজরুল ইসলাম উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের মৃত তোফাজ্জল ইসলামের ছেলে।
তিনি ওই ইউনিয়নের শীতলগ্রাম ওয়ার্ড জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান, তিনি মাঝে মাঝে দোকানেই রাত কাটাতেন। শনিবার রাতেও দোকান শেষ করে তিনি সেখানে ঘুমিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। রবিবার সকালে বিলের ধারে রাস্তার পার্শ্বে এক ব্যক্তির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাকাই ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, নজরুল ইসলাম একজন ব্যবসায়ী ও সংগঠনের নিবেদিত কর্মী ছিলেন। তিনি হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানান এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/আশিক