কুষ্টিয়ার খোকসায় বিয়ের আগের রাতে কনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে বিয়ের কনেসহ ৫ নারীর সব গহনা ও বিয়ের খরচের সব টাকা লুট করে নিয়ে গেছে।
শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামে বিধান রায়ের বড় মেয়ে সাথি রানীর বিয়ের আগের রাতে এই ডাকাতির ঘটনা ঘটে।
১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক বাতি নিভিয়ে দিয়ে ডাকাতি শুরু করে। প্রায় এক ঘণ্টা ধরে ডাকাতরা সর ঘরে তল্লাশি চালায়। ডাকাতরা বিয়ের কনের নাকের নাক ফুল, গলার মালা, হাতের কাকনসহ প্রায় তিন ভরি স্বর্ণের গহনা নিয়ে যায়।
এছাড়া বিয়ে উপলক্ষে আসা নারী আত্মীয়দের চারজনের প্রায় ৪ ভরি স্বর্ণের গহনা ও বিয়ে খরচের নগদ প্রায় ৫০-৬০ হাজার টাকাও নিয়ে যায়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, আমি নিজে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। ওনারা মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে থানায় আসতে চেয়েছেন। এ ছাড়া নিরাপত্তা রক্ষায় ঘটনাস্থলে পুলিশ রাখা হয়েছে। বিয়ের অনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত পুলিশ সেখানে থাকবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন