জুলাই পুনর্জাগরণ কর্মসূচির আওতায় চাঁদপুরে দেয়ালে দেয়ালে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কণ’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রবিবার (২০ জুলাই) চাঁদপুর সরকারি মহিলা কলেজের বহিঃবিভাগের দেয়ালে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন।
সকাল ১০টায় শুরু হওয়া প্রতিযোগিতা চলে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮টি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৩ জন বিজয়ী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
গ্রাফিতি প্রতিযোগিতা সম্পর্কে জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন বলেন, ‘জুলাই অভ্যুত্থানে গ্রাফিতির ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। মানুষের অধিকারের দাবি ও চেতনা ফুটিয়ে তোলা হচ্ছে এই গ্রাফিতির মাধ্যমে।’
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেন, ‘শিক্ষার্থীদের মনে জুলাই বিপ্লব নিয়ে যে চিন্তা-চেতনা রয়েছে, তারা তা গ্রাফিতির মাধ্যমে প্রকাশ করছে। এমন কার্যক্রম তাদের মধ্যে অপরাধপ্রবণতা হ্রাসে সহায়ক হবে।’
বিডি প্রতিদিন/জামশেদ