কাহালু বগুড়া নামে সরাসরি বেতার কেন্দ্রে পূর্ণাঙ্গ সম্প্রচারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীসহ উপজেলাবাসী। মঙ্গলবার সকালে নওঁগা মহাসড়কের দরগাহাট বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ বেতারের কাহালু স্টেশনের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। এসময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়ায় হওয়ার কারণে পতিত আওয়ামী লীগ সরকার এই জেলার উন্নয়নে কোন কাজ করেনি। দীর্ঘ ১৬ বছর বগুড়ার মানুষ অবহেলিত হয়ে নানা বৈষম্যের শিকার হয়েছেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। কাহালু উপজেলার দরগাহাট বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৭৫ একর জায়গার উপর বাংলাদেশ বেতারের একটি উচ্চ শক্তি প্রেরণ কেন্দ্র স্থাপন করা হলেও এটি দীর্ঘ দিন ধরে রাজশাহী বেতার কেন্দ্র হতে সম্প্রচার হয়ে আসছে। আমরা রাজশাহী থেকে সম্প্রচার চাই না। কাহালু বগুড়া নামে সম্প্রচার চাই। এ কেন্দ্রটি আজও পূর্ণাঙ্গ বেতার কেন্দ্রে রূপান্তরিত হয়নি। তাই এই বেতার কেন্দ্রটি অবিলম্বে পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র হিসেবে রূপান্তর করার দাবি জানাচ্ছি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র আব্দুর মান্নান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিস, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, প্রভাষক শাহবুদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
বিডি প্রতিদিন/আরাফাত