ময়মনসিংহের ভালুকায় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সড়ক বিভাগ। আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মাদ মোফাখখারুল ইসলাম বলেন, ‘এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। যানজট ও জনদুর্ভোগ নিরসনে মহাসড়ক ও বাজার এলাকার অবৈধ দখল অপসারণে আমরা সময় সময় মাইকিং করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকি।’
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ‘সরকারি জায়গায় কোনো ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠলে তা নিয়মিত উচ্ছেদ করা হবে। এজন্য মনিটরিং টিম গঠন করে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।’
অভিযান চলাকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট সরিয়ে ফেলা হয়। এর ফলে পথচারীরা স্বাচ্ছন্দ্যে ফুটপাত ব্যবহার করতে পারবে এবং যানজটও উল্লেখযোগ্যভাবে কমবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/জামশেদ