পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধারকৃত তিন লাখ পিস ইয়াবা ভোলায় আনুষ্ঠানিকভাবে নষ্ট করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড দক্ষিণ জোন কার্যালয় প্রাঙ্গণে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ অন্যান্যদের উপস্থিতিতে এসব মাদক পুড়িয়ে নষ্ট করা হয়।
কোস্টগার্ড জানিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি কোস্ট এবং র্যাবের সমন্বয়ে পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকা থেকে কয়েকটি বস্তাভর্তি তিন লাখ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছিল। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ওই ইয়াবা আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাফিজ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে নষ্ট করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ