কুড়িগ্রামে সদর উপজেলায় অভিযান পরিচালনা করে ২ মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, সদর উপজেলার মধ্যকুমরপুর এলাকার সাধুরধাম গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে বাসে করে মাদক নিয়ে যাওয়ার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ গোপাল চন্দ্র নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক গোপাল চন্দ্র ফুলবাড়ি উপজেলার ফুলমতি গ্রামের নারায়ণ চন্দ্র পালের ছেলে বলে জানা যায়।
অপরদিকে,একই এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আসিফ হোসেন নামে অপর এক মাদক কারবারিকে আটক করা হয়।পরে আটক দুজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারি পরিচালক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম