গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গণঅধিকার পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক মোঃ আবু হানিফ।
গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আল আমিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে জামায়াত ইসলামীর জেলা শাখার সেক্রেটারি মোঃ আল মাসুদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হুসাইন শিকদার, গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, ছাত্র অধিকার পরিষদের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জসিম উদ্দিন বক্তব্য রাখেন।
এ ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি এবং জুলাই আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এতে দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ