দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে মেজবাহ হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আবদুলপুর এলাকার ঘুঘুরাতলী মদিনা মসজিদের ছাদে এ ঘটনা ঘটে। মেজবাহ উপজেলার হাটখোলা এলাকার ওবাইদুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, ঘুঘুরাতলী মদিনা মসজিদের ছাদে একটি কুকুর উঠলে সেটিকে একটি স্টিলের পাইপ দিয়ে তাড়ানোর চেষ্টা করেন মেজবাহ। তখন পাইপটি বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।