হঠাৎ অসুস্থ বোধ করায় স্বামীকে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান এক নারী। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তার স্বামী বেঁচে নেই। এরপর স্বামীর লাশ নিয়ে ইজিবাইকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। তবে বাড়িতে পৌঁছার আগেই তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। বৃহস্পতিবার বিকালে নোয়াখালীর সেনবাগ উপজেলায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই দম্পতির নাম ছায়দুল হক (৫৯) ও বিবি মরিয়ম (৫৫)। তারা উপজেলার কেশারপাড়া ইউনিয়নের উন্দানিয়া গ্রামের বাসিন্দা। তাদের ছয় ছেলে ও তিন মেয়ে রয়েছে। স্থানীয় ইউপি সদস্য আবু তালেব টিপু জানান, গতকাল সকালে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।