রাজশাহী রুটের সব আন্তনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুসহ তিন দফা দাবিতে আজ রেল অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি। গতকাল চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন। এতে বলা হয়, পদ্মা, ধুমকেতু, সিল্কসিটি, মধুমতীসহ সব আন্তনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে দ্রুত চালু করতে হবে।