গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় ক্যাপিটাল্যান্ড ডেভেলপমেন্ট লি. (সিডিএল) মার্কেটের দোকান মালিকানা না পেয়ে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এ সময় সিডিএল কর্তৃপক্ষের সঙ্গে দোকান মালিকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ী আবদুল বারেক বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুর ইসলাম বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।