ছবি তুলতে গেলে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। গতকাল সন্ধ্যার আগে ওই উপজেলার ধবলসতি গাটিয়ারভিটা সীমান্তের ৮২৫ মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায়। তাদের মধ্যে রিমন ইসলাম এসএসসি পরীক্ষার্থী। অন্যজন রিমন ইসলামের মামা বগুড়ার বাসিন্দা মাজেদুল ইসলাম।
স্থানীয়রা জানায়, এলাকার মোস্তাকের ছেলে রিমন ইসলাম ও তার মামা মাজেদুল ইসলাম বাড়ির পাশে সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডের ছবি তুলতে যায়। এ সময় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনা ছড়িয়ে পড়লে সীমান্তে লোকজন জড়ো হতে থাকে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পাটগ্রাম থানার ওসি আফতাবুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের কাছাকাছিতে ছবি তুলতে গেলে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের ধরে নিয়ে যায়।