যশোর আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গতকাল অভিযান চালিয়েছে পুলিশ। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, শহরের কাঁঠালতলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। পরে সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুজ্জামান পিকুল বাড়িতে যায় পুলিশ।