রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামকে কুপিয়ে এবং গুলি করে হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। গতকাল ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তব্য দেন- জাহিদুলের মামা নূর মোহাম্মদ, দিল মোহাম্মদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, হৃদয়, তৌহিদ, তামিম, শাকিল। বক্তারা বলেন, জাহিদুল হত্যার নয় মাস হলেও মামলার আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তারা মামলা তুলে নিতে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ গ্রেপ্তার করছে না। উল্লেখ্য, ২০২৪ সালের গত ৫ আগস্ট রাতে জাহিদুলকে ডেকে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।