সারা দেশের সঙ্গে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আজ এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮২ হাজার ৪১০ শিক্ষার্থী অংশ নেবে। যা গত বছরের তুলনায় ১ হাজার ১০২ জন বেশি। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী জানান, ২৮০টি পরীক্ষা কেন্দ্রে ২ হাজার ৭৬৭টি বিদ্যালয়ের ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। গত বছরের তুলনায় এ বছর ছেলে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩৭২ জন, যা ৯২ হাজার ৬৭০ জনে দাঁড়িয়েছে। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৭৩০, বর্তমানে ৮৯ হাজার ৭৪০ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৯৭ হাজার ৯০৮, মানবিক বিভাগ থেকে ৮২ হাজার ৩৮৫ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২ হাজার ৩১৭ পরীক্ষার্থী অংশ নেবে। এই বোর্ডের অধীনে রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় পরীক্ষায় অংশগ্রহণ করবে।