গাইবান্ধা শহরের আবাসিক হোটেল থেকে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন- হানিফ (৩০), ছামিউল হক (৩২) ও লিমন ইসলাম (২০)। গতকাল র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা শহরের সোহাগ বোডিং নামের আবাসিক হোটেলে তল্লাশি করা হয়। এ সময় ওই আবাসিক হোটেলের ১৭ নম্বর রুম থেকে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ ওই কারবারিদের গ্রেপ্তার করা হয়।