আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধায় সমাবেশ করেছে বাংলাদেশ নারী আন্দোলন। গতকাল সকালে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা শোষণ-নির্যাতন-বৈষম্যের বিরুদ্ধে নারীদের জেগে ওঠার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন শিক্ষক আফরোজা বেগম লিলি, পারুল বেগম, সাবেক উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা, কবি মমতাজ বেগম রেখা, কবি মোর্শেদা বেগম, রুদ্রনীল, সবুজ মিয়া, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, অ্যাডভোকেট কাশেম ইয়াসবীর, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু।