কুড়িগ্রামের ফুলবাড়ীতে আইন লঙ্ঘন করে অবৈধ ইটভাটা পরিচালনা করায় পাঁচটি ইটভাটা এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। এতে এমএসএইচ ব্রিকস, ডাব্লিউ এ এইচ ব্রিকস, কেবি ব্রিকস, এমএবি ব্রিকস ও জেএমএস ব্রিকস ভেঙে ফেলা হয়। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করে। এসব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।