অনুষ্ঠিত হলো ফুটওয়্যার ব্র্যান্ড এপেক্স'র বাৎসরিক বিক্রয় সম্মেলন-২০২৫। রবিবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই সম্মেলন এপেক্স পরিবারের জন্য বছরের সবচেয়ে বড় আয়োজন।
সম্মেলনে উপস্থিত ছিলেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর, চিফ অপারেটিং অফিসার ফিরোজ মোহাম্মদ, ফিন্যান্স কন্ট্রোলার মো. মাইন উদ্দিন, হেড অব ন্যাশনাল সেলস ফররুখ মবিন, হেড অব রিটেইল সেলস আরবাবুর রহমান, হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট সালমান এ. খান এবং হেড অব মার্কেটিং মো. রায়হান কবিরসহ এপেক্স পরিবারের সকল গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও কর্মচারীরা।
সম্মেলনে ২০২৫ সালের বিক্রয় কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নতুন বছরে আরও বেশি সাফল্য অর্জনের লক্ষ্যে অংশগ্রহণকারীরা কর্মদক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির অঙ্গীকার করেন।
এপেক্স পরিবারের জন্য এটি বছরের সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি, যেখানে ভবিষ্যৎ লক্ষ্য ও পরিকল্পনা নির্ধারণ করা হয়। সম্মেলন শেষে কর্মকর্তারা নতুন উদ্যমে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি নিয়ে কর্মস্থলে ফিরে যান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ