ল্যাক্সফো ইলেকট্রনিক্স (LAXFO Electronics) লিমিটেড তাদের নতুন AC-DC রিচার্জেবল ফ্যান উন্মোচন করেছে। বুধবার সকালে ল্যাক্সফো করপোরেট অফিসে আয়োজিত ইভেন্টে ব্র্যান্ডটির উদ্ভাবন, গুণগত মান এবং স্থায়ীত্বের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাক্সফো ইলেকট্রনিক্স’র পরিচালক মোহাম্মদ আমান আবরার, নির্বাহী পরিচালক (অপারেশনস) মোহাম্মদ সাজেদুল করিম, বিক্রয় প্রধান তৌসিফ আহমেদ, গবেষণা ও উন্নয়ন (R&D) ইনচার্জ তন্ময় আচার্য ও সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা ও বাস্তবায়ন) নাফিসা রায়হানা।
তারা গ্রাহকদের প্রয়োজনের কথা মাথায় রেখে ডিজাইন করা তিনটি নতুন মডেল উন্মোচন করেন:
LAXFO AC-DC 16-ইঞ্চি রিচার্জেবল ফ্যান-১২V ৪৫০০mAh ডুয়েল ব্যাটারি, ১৬০০ RPM মোটর, ৫ থেকে ১২ ঘণ্টা ব্যাকআপসহ এই ফ্যানটি টেবিল ফ্যান ও পেডেস্টাল ফ্যান দুইভাবেই ব্যবহারযোগ্য।
LAXFO AC-DC 14-ইঞ্চি রিচার্জেবল ফ্যান-৬V ৭০০০mAh ব্যাটারি, ১৪০০ RPM মোটর এবং ৪ থেকে ১২ ঘণ্টা ব্যাকআপের পাশাপাশি LED লাইট ও মোবাইল চার্জিং সুবিধা রয়েছে।
LAXFO AC-DC 14-ইঞ্চি ইন্টেলিজেন্ট ডিসপ্লেসহ রিচার্জেবল ফ্যান-বাংলাদেশের প্রথম ডিজিটাল ডিসপ্লে রিচার্জেবল ফ্যান, যার রিয়েল-টাইম ব্যাটারি স্ট্যাটাস, ৯টি স্পিড মোড ও কাস্টমাইজেবল এয়ারফ্লো রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই