সম্প্রতি উন্মোচিত হওয়া অনার এক্স৫বি সিরিজের স্মার্টফোন কেনার ক্ষেত্রে বিশেষ অফার উপভোগ করবেন গ্রামীণফোনের গ্রাহকরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) অনার এক্স৫বি প্লাসের নতুন সংস্করণ দেশের বাজারে উন্মোচন করা হবে বলে জানিয়েছে অনার বাংলাদেশ। তিনটি আকর্ষণীয় রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে, যথা- মিডনাইট ব্ল্যাক, ওশান ব্লু ও স্ট্যারি পার্পল। অনার এক্স৫বি প্লাসের আগের সংস্করণটি ইতোমধ্যেই বাজারে পাওয়া যাচ্ছে।
দুর্দান্ত এ স্মার্টফোনগুলো কেনার ক্ষেত্রে গ্রামীণফোন গ্রাহকেরা ছয় মাসের জন্য বিশেষ অফার উপভোগ কররেন। প্রথম সাত দিনের জন্য তারা বিনামূল্যে ৫ জিবি ইন্টারনেট পাবেন।
এছাড়াও তাদের জন্য থাকছে বিশেষ প্যাকেজ উপভোগের সুযোগ। গ্রামীণফোনের গ্রাহকেরা ৯৯ টাকায় ৭ দিনের মেয়াদে ১০ জিবি ইন্টারনেট এবং ২৯৮ টাকায় ৭ দিনের মেয়াদে ৪০ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ