সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৩৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৯৯ জন এবং অন্যান্য ঘটনায় ৫৪০ জন রয়েছে। গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে বিদেশি পিস্তল একটি, বিদেশি রিভলভার একটি, দেশীয় তৈরি এলজি দুটি, দেশীয় তৈরি শুটারগান একটি, ম্যাগাজিন একটি, গুলি ২৪ রাউন্ড, তাজা কার্তুজ আট রাউন্ড, চাইনিজ কুড়াল একটি, চাপাতি তিনটি, একনলা বন্দুক একটি এবং বার্মিজ চাকু একটি জব্দ করা হয়। পুলিশের বিশেষ এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, গত সোমবার মোহাম্মদপুর এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন জানু, রবিউল, ঝোটন, রবিন, সুমন, মোস্তাকিম, কামরুল, রিয়াজ, মোজাম্মেল, শহীদুল, রমজান আলী, মনির, আরমান ও মাজহারুল। এদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে তিনজন, ডাকাতির মামলায় একজন, মাদক মামলায় একজন, সংঘবদ্ধ ধর্ষণে অভিযুক্ত চারজন, দ্রুত বিচার আইনে একজন, ডিএমপি মামলায় দুজন ও অন্যান্য দুজন।