সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের ফ্যাসিস্ট বিচারপতিরা সরে না গেলে তাদের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। গতকাল সংগঠনটির সুপ্রিম কোর্ট ইউনিট আয়োজিত ‘ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে আইনজীবী সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
জাতীয়তবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি এম বদরুদ্দোজা বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় আইনজীবী সমাবেশে প্রধান বক্তা ছিলেন ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আর বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী প্রমুখ। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দেওয়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবি করে জয়নুল আবেদীন বলেন, খায়রুল হকের বিচার এখনো কেন করছেন না? তার সঙ্গে আপনাদের এমন কী ব্যবস্থা হয়েছে আমরা বুঝতে পারি না। তাহলে আপনারা কি চান খায়রুল হক যে পথে হেঁটেছেন আপনারাও সেই পথে হাঁটতে চান? তাহলে জনগণ আপনাদেরও বিচার করবে।