বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদীরা ঝটিকা মিছিল করে মানুষকে ভয় দেখাচ্ছে। ঝটিকা মিছিল করেই তারা আবার পালিয়ে যায়। তিনি বলেন, আওয়ামী লীগের দুঃশাসন খুন ও গুম দেশের মানুষ এখনো ভুলে যায়নি। এখনো ভোলেনি তাদের অত্যাচার, নির্যাতন। তাই কোনোভাবেই সেই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না। হাসিনাসহ তার পরিবার ও গডফাদারদের খুব দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সেই বিচার দৃশ্যমান হতে হবে। পাশাপাশি নির্বাচন ও সংস্কার খুবই জরুরি বলে মন্তব্য করেন এ্যানি।
গতকাল বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছৈয়দের রহমান রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান, সদস্যসচিব মোহাম্মদ মোখলেসুর রহমান হারুন প্রমুখ।