দেশের ২৫টি জেলায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রীষ্মকালীন মৌসুমি ফল ও আম পরিবহনের সুবিধা দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। এ ছাড়া ২১টির বেশি জেলায় ৪৮ ঘণ্টার মধ্যে আম পৌঁছে দেওয়া হচ্ছে। ২০১৮ সালের ৩ জুন চালু হওয়া ‘স্পিড পোস্ট’ সেবার আওতায় এই বিশেষ সুবিধা দেওয়া হবে। ডাক অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আম পরিবহনের জন্য স্পিড পোস্টের মাধ্যমে প্রায় সবকটি জেলা শহরে (বান্দরবান খাগড়াছড়ি, নেত্রকোনা বাদে) ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে দেবে ডাক বিভাগ।
২৪ ঘণ্টার মধ্যে যেসব জেলায় ফল পৌঁছে দেওয়া হচ্ছে, সেগুলো হলো- রাজশাহী, ঢাকা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট এবং কুড়িগ্রাম। দেশের বাকি জেলাগুলোয় ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে দেবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পিড পোস্টে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত পার্সেল পরিবহন যায়। পণ্যের ওজন প্রথম কেজির জন্য ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজি ৫ টাকা হারে ডাক মাশুল প্রযোজ্য।