সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চারুকলায় বৈশাখের শোভাযাত্রার অনুষঙ্গ যারা পুড়িয়ে দিয়েছেন তারা জুলাই বিপ্লবের চেতনাকে চ্যালেঞ্জ করেছেন। ফ্যাসিবাদের অনুসারীরাই এসব ঘটিয়েছেন। গতকাল বেলা ২টায় সিলেটের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। দুষ্কৃতকারীদের সতর্ক করে উপদেষ্টা ফারুকী বলেন, ইতোমধ্যে বিষয়টি নিয়ে সরকার তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যই গ্রেপ্তার করা হবে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনায় জাতি আজ ঐক্যবদ্ধ। সবার ঐক্য দিয়ে এসব অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব।
উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে পয়লা বৈশাখের শোভাযাত্রার মোটিফে শুক্রবার ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরছেন জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবার বাংলা নববর্ষে সব ধর্ম-বর্ণের সমন্বয়ে বিশাল আয়োজন হচ্ছে। শুধু বৈশাখ কেন্দ্র করে দেশকে নতুনভাবে চিনবে মানুষ।
চৈত্রসংক্রান্তির ছুটি ও বৈশাখবরণ আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে ফারুকী বলেন, কোনো শঙ্কা বা সংশয় নয়, বরং উৎসবমুখর পরিবেশে সব আয়োজন সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে প্রস্তুত রাখা হয়েছে।