রাজধানীর বনশ্রীতে গুলি করে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ১৪০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার এখনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। দুই দিনেও এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পুলিশ বলছে, তারা কাজ করছেন। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনায় সাতজন জড়িত থাকতে পারে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি। হামলাকারীদের সাতজনকে শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে। এ ছাড়া ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন দোকান বন্ধ করে বনশ্রীর ডি ব্লকের ৭ নম্বর রোডের বাসায় ফিরছিলেন। ঠিক বাসার গেটের সামনে পৌঁছানো মাত্র তিনটি মোটরসাইকেল তার পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তার কাছে থাকা সোনা নিতে টানা-হেঁচড়া করে। একপর্যায়ে না দিতে চাইলে তারা ব্যবসায়ীকে গুলি করে। এরপর স্বর্ণ ও টাকা নিয়ে দুর্বৃত্তরা মোটরসাইকেলে উঠে এলাকা ত্যাগ করে। আর এ কাজটি করতে তারা সময় নেয় মাত্র ৩১ সেকেন্ড। পরে বিষয়টির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।