চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ আগুন লেগে পুড়ে গেছে চলন্ত একটি মাইক্রোবাস। এ সময় জ্বলন্ত গাড়ি থামিয়ে দ্রুত নেমে পড়ায় প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ির চালক ও হেলপার। তবে নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর সদরের বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. চন্দ্রিমা বড়ুয়া বলেন, দগ্ধ নুরুল ইসলামকে আনার পর চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি রাতেই বাড়ি ফিরেছেন।