ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার সকাল ১০টা থেকে টানা দুই ঘণ্টার অভিযানে হাসপাতালের ইমারজেন্সি, মহিলা ওয়ার্ড, পরীক্ষাগার, আউটডোরসহ বিভিন্ন জায়গা থেকে ১৪ দালালকে হাতেনাতে আটক করা হয়।
পরে তাদের সঙ্গে থাকা ১৪টি মোবাইল জব্দ করা হয়। এরপর বিধি অনুযায়ী আটক দালালদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
জানা যায়, মেডিকেল কর্তৃপক্ষ হাসপাতালের দালাল-প্রতারক চক্রকে ধরতে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত আবেদন জানানোর পর ময়মনসিংহ র্যাব-১৪ সকাল থেকে হাসপাতালে অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের আহ্বানে জনগণের স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটক দালালরা নানাভাবে রোগী ও তাদের স্বজনদের হয়রানি করে আসছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব।
পরে জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট টিম যোগ দেওয়ার পর ১৪ জনকে বিধি অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা দেন। অভিযানের পর হাসপাতালে আসা সাধারণ রোগী এবং স্বজনরা জানায়, এই সরকারি হাসপাতালটিকে সম্পূর্ণ দালালমুক্ত দেখতে চান তারা।
বিডি-প্রতিদিন/বাজিত